ক্যাটাগরি: পুঁজিবাজার

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে সিকদার ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (০৪ ফেব্রুয়ারি-০৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৩৪০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। সপ্তাহজুড়ে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে সবচেয়ে বেশি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে সিকদার ইন্স্যুরেন্সে ৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। তাতে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ দশমিক ১০ শতাংশ।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৩৬ দশমিক ৩৬ শতাংশ। আর শেয়ারদর ৩৫ দশমিক ১৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য সেন্ট্রাল ফার্মার ৩১ দশমিক ৫৬ শতাংশ, এবি ব্যাংকের ৩০ দশমিক ৭৭ শতাংশ, এডভেন্ট ফার্মার ২৯ দশমিক ৬০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ২৫ দশমিক ১৩ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ২৫ দশমিক ১০ শতাংশ, মুন্নু ফেব্রিকসের ২২ দশমিক ৯৮ শতাংশ এবং এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ২২ দশমিক ৮২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার