ক্যাটাগরি: আন্তর্জাতিক

নির্বাচনের পরদিন পাকিস্তানের শেয়ারবাজারে বড় দরপতন

জাতীয় নির্বাচনকেন্দ্রীক রাজনৈতিক অনিশ্চয়তায় পাকিস্তানের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে লেনদেনের শুরুতেই এ পতন ঘটে। তবে পরবর্তী সময়ে সূচকের কিছুটা পুনরুদ্ধার হয়।

শুক্রবার সকালে লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যে পাকিস্তান স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক কেএসই-১০০ আগের দিনের চেয়ে ২ হাজার ২৭৮ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ কমে যায়। পরে সূচকের কিছুটা পুনরুদ্ধার হয়, সূচক উঠে আসে ৬২ হাজার ৪২৩ দশমিক ৬০ পয়েন্টে। গতকাল দিনশেষে এ সূচকের অবস্থান ছিল ৬৪ হাজার ১৪৩ দশমিক ৮৭ পয়েন্ট।

গত বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খানকে ছাড়াই এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একাধিক মামলায় শাস্তি পাওয়ার কারণে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। জনগণের একটি বড় অংশের বিশ্বাস সেনাবাহিনীর হস্তক্ষেপে ইমরানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। ইমরান ও তার দল পিটিআইকে ঠেকানোর লক্ষ্যে সেনাবাহিনী নানা আয়োজন করে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার