ক্যাটাগরি: জাতীয়

বয়স্কদের জন্য ডে কেয়ার সেন্টার করা হবে: দীপু মনি

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বয়স্ক মা-বাবা যারা আছেন তাদের দিনের বেলায় একা থাকার বদলে সমবয়সীদের সঙ্গে এক জায়গায় থাকার সুযোগ করে দেওয়া হবে। সেখানে বিভিন্ন ধরনের বিনোদন, খেলাধুলা, শরীরচর্চা ও চিকিৎসার ব্যবস্থা অর্থাৎ অনেকটা ডে কেয়ার সেন্টারের মতো করা হবে। সন্ধ্যায় তারা সময় কাটানো শেষে ঠিকভাবে বাড়ি পৌঁছতে পারেন সে ব্যবস্থা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রবীণদের নিয়ে দীর্ঘদিন ধরেই ভাবছিলাম পাইলট প্রকল্প নিয়ে। এখন আমি সমাজকল্যাণ মন্ত্রণালয় পেয়ে নিজের ভাবনার প্রতিফলন ঘটাতে সুযোগটা কাজে লাগাচ্ছি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুরের আল আমিন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে তিনি এ বিষয়ে জানান।

ডা. দীপু মনি বলেন, এই প্রকল্পের আওতায় বয়স্ক মানুষদের দেখাশুনার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

এসময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার