ক্যাটাগরি: আন্তর্জাতিক

চীনের চা রফতানি কমেছে ১৬ শতাংশের বেশি

২০২৩ সালে অর্থমূল্যে চীনের চা রফতানি আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৩ শতাংশ কমেছে। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো রফতানিতে বড় আকারের নেতিবাচক প্রবৃদ্ধি দেখল দেশটি। পাশাপাশি পরিমাণের দিক থেকে রফতানি কমেছে ২ শতাংশ। দেশটির শুল্ক বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীন বিশ্বের শীর্ষ চা রফতানিকারক। ২০২৩ সালে বৈশ্বিক চা রফতানির ২৬ দশমিক ৫ শতাংশই ছিল দেশটির দখলে। এ সময় চীন ১৭৪ কোটি ডলারের চা রফতানি করে। রফতানির পরিমাণ ছিল ৩৬ কোটি ৭৫ লাখ কেজি। ২০২২ সালে অর্থমূল্যে রফতানি ৯ দশমিক ৬ শতাংশ কমে গিয়েছিল। এর মধ্যে গ্রিন টি রফতানি সবচেয়ে বেশি কমে ১৪০ কোটি ডলারে নামে, গত বছর যা আরো কমে ১২০ কোটি ডলারে ঠেকেছে।

করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নেয়ার পর চীনের অর্থনীতি পুরোপুরিভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি। অর্থনীতিতে ধীরগতি অন্যান্য খাতের মতো নেতিবাচক প্রভাব ফেলেছে চা রফতানিতেও। গত বছর যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে পানীয় পণ্যটির রফতানি ছিল অনেক কম।

শেয়ার করুন:-
শেয়ার