সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৬১টি কোম্পানির ৩৩ কোটি ৮৩ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মার। কোম্পানিটির ৪ কোটি ৪০ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ৩ কোটি ২৮ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন।
বৃহস্পতিবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মার ২ কোটি ৭৯ লাখ ২০ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২ কোটি ৩৬ লাখ, রেনাটা লিমিটেডের ১ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার, রূপালী ব্যাংকের ১ কোটি ৪৭ লাখ ১৩ হাজার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১ কোটি ৪১ লাখ ৭২ হাজার, সোনালী আঁশের ১ কোটি ১৩ লাখ ৭০ হাজার এবং শামপুর সুগার মিলস লিমিটেডের ৮৯ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থসংবাদ/কাফি