সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ৪৪টির শেয়ার ও ইউনিটদর পতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। এদিন লেনদেনেরও শীর্ষে রয়েছে এই কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৪৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা শ্যামপুর সুগারের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৬৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ৪২ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।
বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রেনাটা, ইনটেক লিমিটেড, খান ব্রাদার্স, বিডি থাই, ফু-ওয়াং ফুড, এস আলম কোল্ড এবং বিচ হ্যাচারি লিমিটেড।
এসএম