ভারতে পড়াশোনা করছে ১৭০ দেশের বিদেশি শিক্ষার্থী

ভারতে পড়াশোনা করছে যুক্তরাষ্ট্র, নেপাল, আফগানিস্তান, বাংলাদেশ, আইসল্যান্ডসহ বিশ্বের ১৭০টি দেশের ৫০ হাজারের বেশি বিদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী। এদের মধ্যে নেপাল থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী ভারতে পড়াশোনা করছেন। নেপালের পরেই আছে আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ।

অল ইন্ডিয়া সার্ভে ফর হায়ার এডুকেশনের ২০২১-২২ সালের আন্ডারগ্র্যাজুয়েট–বিষয়ক তথ্যর ভিত্তিতে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত থেকে যথাক্রমে ৩ হাজার ১৫১, ২ হাজার ৮৯৩, ২ হাজার ৬০৬ ও ২ হাজার ২৮৭ জন শিক্ষার্থী ভারতে পড়তে গেছেন। সবচেয়ে বেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী ভারতে গেছেন নেপাল থেকে।

দেশটির রাজধানী নয়াদিল্লি কিংবা বাণিজ্যিক রাজধানী মুম্বাই বিদেশি ছাত্রছাত্রীদের ভারতের পড়াশোনার জন্য পছন্দের শীর্ষ শহর নয়। প্রথম পছন্দ দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটক। অল ইন্ডিয়া সার্ভে ফর হায়ার এডুকেশনের ২০২১-২২ সালের আন্ডারগ্র্যাজুয়েট–বিষয়ক তথ্য বলা হয়েছে, ছয় হাজার বিদেশি শিক্ষার্থী ২০২১-২২ শিক্ষাবর্ষে কর্ণাটকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন পড়াশোনার জন্য।

এ ক্ষেত্রে কর্ণাটকের পরেই আছে পাঞ্জাব। দেশের বাইরে থেকে শিক্ষা গ্রহণ করতে আসা শিক্ষার্থীদের দ্বিতীয় পছন্দ উত্তর-পশ্চিমের রাজ্যটি। ছয় হাজারের কিছু কম শিক্ষার্থী রাজ্যটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের জন্য ভর্তি হয়েছিলেন। ২০২১-২২ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বলছে, পাঞ্জাবের পরেই আছে বিদেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীদের তৃতীয় পছন্দের রাজ্য মহারাষ্ট্র। উত্তর প্রদেশ এ ক্ষেত্রে চতুর্থ পছন্দের রাজ্য।

মহারাষ্ট্র ও উত্তর প্রদেশে যথাক্রমে ৪ হাজার ৮৫৬ জন এবং ৪ হাজার ৩২৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন ২০২১-২২ শিক্ষাবর্ষে।

অল ইন্ডিয়া সার্ভে ফর হায়ার এডুকেশনের তথ্য বলছে, প্রতিবেশী দেশ নেপাল থেকে সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী ভারতে লেখাপড়া করতে গেছেন। ২০২১-২২ সালের তথ্য বলছে, ১৩ হাজার ১২৬ জন শিক্ষার্থী নেপাল থেকে পড়তে ভারতে গেছেন। নেপালের পরের তালিকায় আছে আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তান থেকে ৩ হাজার ১৫১, যুক্তরাষ্ট্র থেকে ২ হাজার ৮৯৩, বাংলাদেশ থেকে ২ হাজার ৬০৬ এবং আরব আমিরাতের ২ হাজার ২৮৭ জন শিক্ষার্থী ভারতে পড়াশোনার জন্য গেছেন। এখন ভারতে ৫০ হাজারের কাছাকাছি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। যুক্তরাষ্ট্র, নেপাল, আফগানিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, আইসল্যান্ড, পানামা, বাহামাসহ বিশ্বের ১৭০টি দেশের বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করছেন দেশটিতে।

নেপাল থেকে সবচেয়ে বেশিসংখ্যক আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী ভারতে গেছেন। অন্যদিকে আফগানিস্তান থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী পিএইচডি করছেন ভারতে। বেঙ্গালুরু ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্যাকাল্টির ইনচার্জ হনুমান থাপ্পা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ভারতের অন্য বড় শহরগুলোর মধ্যে বেঙ্গালুরু হচ্ছে শিক্ষার্থীদের প্রিয় পছন্দের। তিনি বলেন, ভিসা ছাড়াই নেপাল থেকে ভারতে আসা যায় বলে শিক্ষার্থীরা হিমালয় কোলের ছোট দেশ থেকে আসছেন। তবে ভিসার সুবিধা ছাড়াও বহু শিক্ষার্থী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্সসহ বিভিন্ন কোর্সগুলোর জন্য ভারতে আসছেন।

যাতায়াতের সুবিধা ও সাংস্কৃতিক মিল থাকায় নেপাল থেকে বহু শিক্ষার্থী ভারতে আসছেন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার