পরিচালকরা বেশি ঋণ নিলে আমানতকারীরা হুমকিতে পড়বেন: খোন্দকার ইব্রাহিম খালেদ

পরিচালকরা বেশি ঋণ নিলে আমানতকারীরা হুমকিতে পড়বেন: খোন্দকার ইব্রাহিম খালেদ
দেশের ব্যাংকিং খাতে যে কোন সময়ের চেয়ে নাজুক অবস্থা বিরাজ করছে। আর্থিক খাতে নৈরাজ্য সৃষ্টির কারণ হিসেবে ব্যাংক পরিচালকরাই দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞগণ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ সংবাদমাধ্যমকে বলেন, "ড. মোহাম্মদ ফরাস উদ্দিন গভর্নর থাকার সময় আমরা অনৈতিকভাবে ঋণ নেয়ার দায়ে অনেক পরিচালককে একসঙ্গে অপসারণ করেছিলাম। এখনও পরিচালকদের ঋণ নিয়ে অনিয়ম হচ্ছে।"

বাংলাদেশ ব্যাংক এখন কেন পারবে না ওই ধরনের ব্যবস্থা নিতে। ব্যাংকিং খাতে নানা অনিয়মের বিষয়ে পরিদর্শন এখন সে অর্থে বন্ধ রয়েছে। এটা ভালোভাবে শুরু করতে হবে। যেসব পরিচালক অনৈতিকভাবে ঋণ নিচ্ছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে অন্য ব্যাংক থেকে কী পরিমাণ ঋণ নেবে একজন পরিচালক, তার একটা সীমা থাকা দরকার।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আরও বলেন, যদি কোনো পরিচালক বেশি মাত্রায় ঋণ নিতে চান, তাহলে তিনি ব্যাংকের পরিচালক পদ ছেড়ে দিয়ে নিতে পারেন- এই ধরনের বিধান করা উচিত। তা না হলে ব্যাংকে থাকা আমানতকারীদের টাকা বড় ধরনের হুমকিতে পড়বে। অতীতে বিভিন্ন ব্যাংক এ ধরনের হুমকির মধ্যে পড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা