ক্যাটাগরি: আন্তর্জাতিক

ডেঙ্গু প্রাদুর্ভাবের কারণে ব্রাজিলের রিওতে জরুরি অবস্থা জারি

প্রাণঘাতি ডেঙ্গু জ্বর ভয়াবহ রূপ নেওয়ায় ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত বছরের জানুয়ারিতে যে পরিমাণ মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন; এ বছরের জানুয়ারিতে সেটি চারগুণ বৃদ্ধি পেয়েছে।

এ বছর এখন পর্যন্ত রিওতে ১০ হাজার জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যেখানে ২০২৩ সালে পুরো বছরজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৩ হাজার মানুষ।

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হলে জ্বর আসতে পারে। এছাড়া এটির কারণে প্রচণ্ড মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, পেশী এবং জয়েন্টে ব্যথা এবং শরীরে র‌্যাশ দেখা দিতে পারে।

রিও সিটি হল জানিয়েছে, তারা ডেঙ্গু আক্রান্তদের জন্য ১০টি চিকিৎসা কেন্দ্র খুলবে।

রিওর স্বাস্থ্য সচিব ড্যানিয়েল সোরাঞ্জ জানিয়েছেন, তাদের লক্ষ্য হলো গুরুতর রোগী ও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমানো।

এছাড়া প্রতিরোধক ব্যবহার করে মশার কামড় থেকে বেঁচে থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্মীরা।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী নিসিয়া ত্রিনদাদে সবাইকে বাড়ি-ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেছেন এবং যেখানে জমে থাকা পানি রয়েছে সেগুলো ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ জমে থাকা পানিতেই বংশবিস্তার করে ডেঙ্গু মশা।

যেসব এলাকায় ডেঙ্গুর প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে; সেসব এলাকায় ছিটানো হচ্ছে মশার ওষুধ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাম্বারডোমে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হবে। যেখানে রিওর বিখ্যাত সাম্বা স্কুল প্যারেড হবে। সেখানে বিচারকরা এ বছরের কার্নিভাল প্যারেডের বিজয়ী নির্ধারণ করবেন।

শেয়ার করুন:-
শেয়ার