ক্যাটাগরি: পুঁজিবাজার

শাহজিবাজারের বিদ্যুৎ প্ল্যান্টের কার্যক্রম বন্ধ হচ্ছে যেদিন

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ ক্রয়ের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাথে করা দীর্ঘমেয়াদী চুক্তি শিগগিরই শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হলে কোম্পানিটির বিদ্যুৎ প্ল্যান্টের কার্যক্রমও বন্ধ হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, আগামী ৯ ফেব্রুয়ারি মধ্যরাতে বিপিডিবির সাথে করা ১৫ বছর মেয়াদি এই চুক্তি শেষ হবে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় জাতীয় গ্রিড থেকে প্ল্যান্টটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

যদিও নো-বিদ্যুৎ নো-পেমেন্ট ভিত্তিতে আরও ৫ বছরের জন্য বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়নের অনুরোধ করেছে শাহজিবাজার পাওয়ার। কিন্তু এ ব্যাপারে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

চুক্তি নবায়নের ব্যাপারে শাহজিবাজার জানায়, আগামী ৫ বছরের জন্য বিদ্যুৎ ক্রয়ের চুক্তিটি বিপিডিবিতে বিবেচনাধীন রয়েছে এবং শিগগিরই এর ইতিবাচক ফলাফল দেখা যাবে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার