ক্যাটাগরি: জাতীয়

নতুন করে ১১৪ জনসহ বাংলাদেশে ২২৯ বিজিপি সদস্য

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে আরও ১১৪ জন বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সশস্ত্র সদস্য। এ নিয়ে এখন পর্যন্ত সংখ্যা দাঁড়ালো মোট ২২৯ জনে। বর্তমানে থাইংখালি সাইক্লোন সেন্টারে তারা আশ্রয় নিয়েছেন।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত বিজিপির আরও নয়জন সদস্য বাংলাদেশে প্রবেশ করে। তাদের নিরস্ত্র করে হেফাজতে রাখা হয়। পরে আারও ১১৪ জন বিজিপি সশস্ত্র সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন। এ নিয়ে এখন পর্যন্ত সংখ্যা দাঁড়িয়েছে ২২৯ জনে।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত বিজিপির ১০৬ সেনা পালিয়ে আসার তথ্য জানায় বিজিবি।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার