ক্যাটাগরি: অর্থনীতি

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী ইন্দোনেশিয়া

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদুত হিরু হারতানতু সুবুল। একইসঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা হয়।

সোমবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা ব্যক্ত করেন তিনি।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বলেন, প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়ন হলেও পর্যায়ক্রমে তা বাড়বে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ভ্রাতৃপ্রতিম এই দেশ বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা করার অনেক ক্ষেত্র রয়েছে। অভিজ্ঞতা বা সম্পদ বিনিময় করে উভয় দেশ আরও লাভবান হতে পারে। বাংলাদেশে ব্যাপক উন্নয়নের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার