মিসরের কাছে নিজেদের জনপ্রিয় সামরিক ড্রোন বিক্রির বিষয়ে রাজি হয়েছে তুরস্ক। টানা এক দশকের বেশি সময় বিচ্ছেদের পর গত বছরই কায়রোর সঙ্গে সম্পর্ক মেরামত করে আঙ্কারা। সম্পর্ক জোড়াদানের এক বছরের মাথায় ড্রোন বিক্রির সিদ্ধান্তের কথা জানালেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। খবর রয়টার্সের।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ১৪ ফেব্রুয়ারি মিসর যাওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করবেন। গত বছর রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে আঙ্কারা ও কায়রোর কূটনৈতিক সম্পর্কোন্নয়নের পর এই প্রথম মিসর সফরে যাচ্ছেন এরদোয়ান।
তুরস্কের বেসরকারি ‘এ হাবের’ টিভি চ্যানেলকে ফিদান বলেন, মিসরের প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন তুরস্কের নেতা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিসর যাতে কিছু প্রযুক্তি পায়, সে জন্য আমাদের সম্পর্ক স্বাভাবিক করাটা গুরুত্বপূর্ণ। মিসরকে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) এবং অন্যান্য প্রযুক্তি সরবরাহ করার বিষয়ে আমাদের একটি চুক্তি রয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
সিরিয়া, লিবিয়া, আজারবাইজান ও ইউক্রেন যুদ্ধে সফল ব্যবহারের পর আন্তর্জাতিক পর্যায়ে তুরস্কের ড্রোনের কদর বেড়েছে। নীল নদের ওপর জলবিদ্যুৎ নির্মাণ নিয়ে ইথিওপিয়ার সঙ্গে শীতল সম্পর্ক যাচ্ছে মিসরের। তুরস্ক থেকে ড্রোন কেনা দেশগুলোর মধ্যে ইথিওপিয়াও রয়েছে।
অর্থসংবাদ/এমআই