ক্যাটাগরি: অর্থনীতি

হিলিতে বাড়ছে পেঁয়াজের দাম

পেঁয়াজের অস্থির খুচরা বাজারের পাশাপাশি পাইকারি বাজারেও দাম বাড়ছে। দিনাজপুরের হিলিতে তিনদিনের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। সরবরাহ কম থাকায় দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, যা খুচরায় বিক্রি হচ্ছে ৯০ টাকা। তিনদিন আগেও পাইকারিতে বিক্রি হয়েছিল ৬০-৬৫ টাকা কেজি দরে, যা খুচরায় হয়েছিল ৭০ টাকা।

দেশের বিভিন্ন অঞ্চলে নতুন পেঁয়াজ উঠতে শুরু করলে দাম আবারো কমে আসবে বলে দাবি ব্যবসায়ীদের।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, আমরা গত সপ্তাহে মোকামে প্রতি মণ পেঁয়াজ কিনেছিলাম ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা দরে। সে সময় আমাদের পড়তা ছিল ৫৮-৬০ টাকা। আমরা বিক্রি করেছিলাম ৬০-৬৫ টাকা কেজি দরে। কিন্তু সরবরাহ কমায় সে পেঁয়াজের দাম বেড়ে এখন আমাদের কিনতে হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা দরে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার