ক্যাটাগরি: আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে বেড়েছে কর্মসংস্থান ও কর্মী ছাঁটাই

গত জানুয়ারিতে বড়সংখ্যক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে দেশটির অর্থনীতিতে, যা পূর্বাভাসের প্রায় দ্বিগুণ। যদিও একই সময়ে ব্যাপক কাটছাঁটের মধ্য দিয়েও গেছে বড় কোম্পানিগুলো। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাই দ্বিগুণ বেড়েছে। তবে নতুন কর্মসংস্থানকে দেশটির শক্তিশালী শ্রমবাজার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সংগতিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর সিএনবিসি।

মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো গত সপ্তাহের শেষের দিকে এক প্রতিবেদনে জানিয়েছে, জানুয়ারিতে দেশটির ননফার্ম কর্মসংস্থান ৩ লাখ ৫৩ হাজার বেড়েছে। এটি ডাউ জোন্সের পূর্বাভাসকৃত ১ লাখ ৮৫ হাজারের দ্বিগুণ। এতে বেকারত্বের হার কমে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে, যদিও পূর্বাভাস ছিল ৩ দশমিক ৮ শতাংশ।

কর্মসংস্থান বৃদ্ধি ও বেকারত্ব হ্রাসের পাশাপাশি মজুরিও বেড়েছে মার্কিন শ্রমবাজারে। মাসিক ভিত্তিতে ঘণ্টায় গড়ে মজুরির অর্থ বেড়েছে দশমিক ৬ শতাংশ। মজুরি বৃদ্ধির এ হারও বিশ্লেষকদের পূর্বাভাসের দ্বিগুণ।

এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে মজুরি বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ। পূর্বাভাস ছিল ৪ দশমিক ১ শতাংশ। সে হিসাবে বছরওয়ারি মজুরি বৃদ্ধির পরিমাণ দশমিক ৪ শতাংশ। কাজের গড় সময় কমে আসার বিষয়টি মজুরি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

প্রশিক্ষণ সংস্থা চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাসের নতুন এক বিশ্লেষণ অনুসারে, মার্কিন কোম্পানিগুলো জানুয়ারিতে ৮২ হাজার ৩০০-এর বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে, যা ডিসেম্বর থেকে ১৩৬ শতাংশ বেশি।

এমন পদক্ষেপে শক্তিশালী এ শ্রমবাজারে কর্মীদের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক বলে মনে করছে মার্কিন গণমাধ্যম। পরিসংখ্যানও বলছে, দেশটিতে বেকারত্বের হার কিছুটা বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ব্যবসা খাতে জানুয়ারিতে প্রায় ১ লাখ ৭৭ হাজার কর্মী নিয়োগ হয়েছে। বেকারত্বের হার ডিসেম্বরে ৩ দশমিক ৭ থেকে কিছুটা বেড়ে ৩ দশমিক ৮ শতাংশ হয়েছে।

জানুয়ারিতে মার্কিন শ্রমবাজারে চাকরি বৃদ্ধির প্রধান খাত ছিল প্রফেশনাল অ্যান্ড বিজনেস সার্ভিস। এ খাতে মোট কর্মসংস্থানের পরিমাণ ৭৪ হাজার। এছাড়া অন্য যেসব খাত কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রেখেছে—স্বাস্থ্যসেবা ৭০ হাজার, রিটেইল ট্রেড ৪৫ হাজার, সরকারি ৩৬ হাজার, সামাজিক সহায়তা ৩০ হাজার ও উৎপাদন খাত ২৩ হাজার।

প্রতিবেদনে আরো ইঙ্গিত দেয়া হয়েছে ডিসেম্বরের চাকরি পাওয়ার হারও পূর্বাভাসের চেয়ে বেশি ছিল। ওই মাসে ৩ লাখ ৩৩ হাজার মানুষ শ্রমবাজারে যোগ দিয়েছিল, যা প্রাথমিক পূর্বাভাস থেকে ১ লাখ ১৭ হাজার বেশি। এর আগের মাস নভেম্বরেও কর্মসংস্থান পূর্বাভাসের তুলনায় বেড়েছিল। ওই মাসে পূর্বাভাসের চেয়ে নয় হাজার বেশি লোক চাকরির বাজারে প্রবেশ করে।

বিশ্লেষকরা বলছেন, প্রতিবেদনটি মার্কিন অর্থনীতির স্থিতিশীলতা প্রদর্শন করছে। তবে ফেডারেল রিজার্ভ কত দ্রুত সুদহার কমাতে পারবে তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

তবে ২০২৪ সালের শুরুতে ছাঁটাই উদ্বেগ তৈরি করেছে। চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাসের বিশ্লেষণ অনুসারে, বছরের প্রথম মাসে ছাঁটাইয়ের সংখ্যা গত জানুয়ারিতে ছিল ২০০৯ সালের পর থেকে সর্বোচ্চ। ওই সময় মার্কিন অর্থনীতিতে মহামন্দা বিরাজ করছিল। ২০০৯ সালের জানুয়ারিতে ২ লাখ ৪১ হাজারের বেশি কাটছাঁট হয়।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার