সৌদি আরবে এক সপ্তাহের ১৭ হাজার ৮৯৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
আবাসিক, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করায় শনিবার (৩ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার প্রবাসীদের মধ্যে ১০ হাজার ৮৭৪ জন আবাসিক আইন ভঙ্গ করেছেন। এ ছাড়া ৪ হাজার ১২৩ জনেক অবৈধভাবে সীমান্ত অতিক্রম, ২ হাজার ৮৯৯ জনকে শ্রম আইন লঙ্ঘন এবং ৯৩৭ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ২৯ শতাংশ ইয়েমেনি, ৬৯ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এদিকে অবৈধভাবে সৌদি থেকে অন্য দেশে প্রবেশের দায়ে ৪৮ জনকে আটক করা হয় এবং পরিবহন আইন ভঙ্গের দায়ে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবে অবৈধভাবে বসবাস করলে ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানারও বিধান রাখা হয়েছে।