ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই চার-ছক্কার ধুমধাড়াক্কা আয়োজন। এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান দশম আসর। যেখানে এখন পর্যন্ত ২০০ রানের কোনো ম্যাচই দেখা যায়নি। অথচ গত আসরেও কয়েকটি রানবন্যার ম্যাচ দেখা গিয়েছিল। এবার সেটি তো হয়নি, উল্টো বেশিরভাগ ম্যাচই হচ্ছে লো-স্কোরিং। যে কারণে বিপিএলের উইকেট নিয়ে সমালোচনা করেছেন সাকিব আল হাসান এবং বিদেশি ক্রিকেটার সামিট প্যাটেল।
টাইগার অধিনায়কের মতে- এবারের পিচ টি-টোয়েন্টির জন্য আদর্শ নয়। গতকাল (শনিবার) রংপুর রাইডার্সের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। সেখানে তিনি কথা বলেন বিপিএলের উইকেট নিয়ে, ‘বিপিএল কঠিন এক প্রতিযোগিতা। এবারের বিপিএলের পিচগুলোও আইডিয়াল না। গতবারের পিচ এবং কন্ডিশন আমার কাছে মনে হয় দুইটাই ভালো ছিল, অনেক রান হচ্ছিল, যেটা এবার হচ্ছে না।’
পিচ নিয়ে সমালোচনা করেছেন সিলেট স্ট্রাইকার্সের বিদেশি ক্রিকেটার সামিত প্যাটেল বলেন, ‘এই কন্ডিশন ব্যাটিংয়ের জন্য কঠিন। আমি জানি আমরা যেই ব্র্যান্ডের ক্রিকেট খেলছি তা সঠিক নয়। এমন কন্ডিশনে বা পিচ টি-টোয়েন্টি ক্রিকেটের উপযোগী নয়। যদি আপনি চার-ছক্কা দেখতে চান তাহলে এভাবে হবে না। এটা বিপিএলের জন্য ভালো নয়। এমন কন্ডিশনেই আমাদের খেলতে হবে আসলে।’
সামিত আরও বলেন, ‘আমাদের ঢাকায় ২ ম্যাচ আছে। এরপর চট্টগ্রাম যেতে হবে ২ ম্যাচের জন্য। পরে আবার ঢাকায় ফিরতে হবে ১ ম্যাচ খেলতে। আমরা শেষ ম্যাচে ভালো ক্রিকেট খেলেছি। এখন শুধু ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে হবে।’
এদিকে সিলেট পর্ব দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি রাউন্ডের ম্যাচ শেষ হয়েছে। এই রাউন্ডে বড় রদবদল হয়েছে পয়েন্ট টেবিলে। পুরো আসরের ৪৬ ম্যাচের মধ্যে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ২০টি ম্যাচ। গতকাল শেষ হয় সিলেট পর্ব, এরপর আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ফের ঢাকায় বিপিএলের ম্যাচগুলো গড়াবে। দুই রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।
রংপুরের উন্নতিতে পিছিয়ে পড়েছে ঢাকা পর্ব শেষে শীর্ষ দুইয়ে থাকা খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই দল যথাক্রমে দুইয়ে ও তিনে নেমে গেছে। তিনে থাকা রংপুর এক লাফে উঠেছে টেবিলের চূড়ায়। পয়েন্ট টেবিলে বড় রদবদল হলেও, আশানুরূপ রানের নজির দেখা যায়নি অপরূপ সৌন্দর্য্যের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
অর্থসংবাদ/এমআই