ক্যাটাগরি: পুঁজিবাজার

দুই ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৮০০ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৮০০ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৪ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৭০ ও ২১২৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৮০৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১৮টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ কোম্পানির শেয়ারদর।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার