ক্যাটাগরি: পুঁজিবাজার

সাপ্তাহিক রিটার্নে মুনাফার ৯ খাতের বিনিয়োগকারীরা

সমাপ্ত সপ্তাহে (২৮ জানুয়ারি-১ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০ খাতের মধ্যে মাত্র ৯ খাতের শেয়ার দর বেড়েছে। দর বাড়াতে এই ৯ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে মুনাফায় রয়েছে। আলোচ্য সপ্তাহে দর কমেছে ১০টি খাতে এবং বাকী ১টি খাতে দর অপরিবর্তিত রয়েছে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বস্ত্র খাতে। এই খাতে ৩ দশমিক ৬০ শতাংশ দর বেড়েছে। সাপ্তাহিক রিটার্নে সিমেন্ট খাতে ২ দশমিক ৮০ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

এছাড়া, আলোচ্য সপ্তাহে দর বেড়েছে- পেপার খাতে ২ দশমিক ৩০ শতাংশ, আইটি খাতে ১ দশমিক ৯০ শতাংশ, সেবা খাতে ১ দশমিক ৭০ শতাংশ, সাধারণ বিমা খাতে ১ দশমিক ৪০ শতাংশ, প্রকৌশল খাতে ১ দশমিক ৩০ শতাংশ, ঔষধ ও রসায়ন খাতে ০ দশমিক ৭০ শতাংশ এবং ব্যাংক খাতে ০ দশমিক ১০ শতাংশ।

অন্যদিকে সাপ্তাহিক রিটার্নে অপরিবর্তিত রয়েছে মিউচুয়াল ফান্ড খাত।

শেয়ার করুন:-
শেয়ার