ক্যাটাগরি: জাতীয়

ফরিদপুরে গ্যাসের ব্যবস্থা করা হবে: তৌফিক-ই-ইলাহী

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, ফরিদপুরে শিল্প-কলকারখানা প্রতিষ্ঠার জন্য গ্যাসের ব্যবস্থা করা হবে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরে ১৯ দিনব্যাপী জসীম পল্লীমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ফরিদপুর শহরতলীর গোবিন্দপুর গ্রামে পল্লীকবির বাড়ির পাশে কুমার নদের তীরে জসীম মঞ্চে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রসাশন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে জসীম মঞ্চ সংলগ্ন জসীম উদ্যানে।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ফরিদপুরে গ্যাস দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গ্যাসের পাইপলাইন এসে গেছে। তবে পৃথিবী সংঘাতপূর্ণ হওয়ায় আমাদের কাজ বিলম্ব হচ্ছে। মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংকট তো আমরা উপেক্ষা করতে পারি না। পৃথিবী শান্ত হলে আমরা গ্যাস দিতে পারব।

তিনি বলেন, কবি জসীম উদ্দীন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে একটা আত্মিক সম্পর্ক ছিল। বঙ্গবন্ধু তাকে বড় ভাই বলে ডাকতেন। বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলা হয় আর জসীম উদ্দীন ছিলেন সাহিত্যের কবি। আবহমান বাংলাদেশ বিলুপ্ত হতে বসেছে। পরিবর্তন আসবে কিন্তু কবিরা যে সাহিত্য সৃষ্টি করে যান তার মধ্যে আবহমান বাংলা বেঁচে থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে আজাদ বলেন, কবি জসীম উদ্দীন চিরন্তন বাংলার হৃদয় বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। তার লেখায় আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফল ঘটেছে। কবির কবিতা জীবন ও কর্ম আমরা আত্মস্থ করতে পারলে এবং আমাদের জীবন ও কর্মে তার প্রতিফলন ঘটাতে পারলে আমরাই উপকৃত হবো।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সংসদ সদস্য শাহদাব আকবর, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, স্থানীয় সরকারের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, কবিপুত্র খুরশিদ আনোয়ার, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আলম প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, কবিকন্যা আসমা জসিম উদ্দীন তৌফিক, কবিপুত্র জামাল আনোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি মো. কামরুল আহসান তালুকদার।

মেলার প্রচার ও প্রকাশনা কমিটির আহ্বায়ক ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটন আলী জানান, মেলায় সার্কাস, জাদু, গ্রামীণ বাংলার লোকজ কারু ও চারু পণ্যের পসরা সমৃদ্ধ ২২০টি স্টল থাকবে।
প্রতিদিন মেলা প্রাঙ্গণে স্থায়ী জসীম মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরসহ দেশের বিভিন্ন জেলার অর্ধশতাধিক সংস্কৃতিক প্রতিষ্ঠান এ মঞ্চে গান, নাচ, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

শেয়ার করুন:-
শেয়ার