ক্যাটাগরি: লাইফস্টাইল

ফ্রিজে সংরক্ষণ করা যায় যে ৫ প্রসাধনী

গরম আসি আসি করছে। আমরা এমন কিছু প্রসাধনী ব্যবহার করি যেগুলোর রঙ গরমে নষ্ট হতে পারে। এই সমস্যা সমাধানের উপায়ও আছে। বেশ কয়েকটি প্রসাধনী আছে, যেগুলো ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকে এবং ত্বকেও ভালো কাজ করে। কোন প্রসাধনী ফ্রিজে রাখবেন জেনে নিন।

টোনার: টোনারের বোতল ফ্রিজে রাখলে উপকার পাবেন। তার কারণ এই প্রসাধনী ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে। আর ঠান্ডা টোনার দিয়ে মুখ পরিষ্কার করে নিলে মেকআপ দীর্ঘস্থায়ী হয়।

ক্রিম: ফ্রিজে রাখতে পারেন নাইট ক্রিম, ডে ক্রিম, আই ক্রিমের মতো প্রসাধনীও। ঠান্ডা আই ক্রিম চোখের ক্লান্তি ও ফোলা ভাব দূর করতে সাহায্য করে।

লিপস্টিক: ফ্রিজে লিপস্টিক সংরক্ষণ করতে পারেন। এতে লিপস্টিকে থাকাপ্রাকৃতিক তেল অনেক দিন ভালো থাকবে। ফলে দীর্ঘ দিন লিপস্টিকের রয় একরকম থাকে, আর্দ্র ভাবও নষ্ট হয় না।

অ্যালোভেরা জেল: ফ্রিজে অ্যালোভেরা জেল সংরক্ষণ করতে পারেন। বিশেষ করে ত্বক রোদে পুড়ে গেলে কিংবা ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা দিলে অ্যালোভেরা জেল দ্রুত আরাম দেয়।

নেলপলিশ: ফ্রিজে সংরক্ষণ করতে পারেন নেলপলিশ। ফ্রিজে রাখলে নেলপলিশ অনেক দিন ভালো থাকে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার