ক্যাটাগরি: খেলাধুলা

যে সমীকরণে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ ম্যাচ পেয়েছে দুটি। এর মধ্যে প্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়েছে যুবা টাইগাররা। তবে নেপালকে উড়িয়ে দিয়েও বাংলাদেশের যুবাদের নির্ভার থাকার কোনো সুযোগ নেই। শনিবার শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে শুধু জয় পেলেই হবে না, মিলাতে হবে নানা সমীকরণও। যুব বিশ্বকাপের নতুন নিয়মের কারণে সুপার সিক্সের শেষ ম্যাচে আরও বড় ব্যবধানের জয় প্রয়োজন বাংলাদেশের।

সুপার সিক্স পর্বে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুশ্চিন্তার অন্যতম কারণ নেট রানরেট। নেপালকে হারিয়ে এই মুহূর্তে ১ দশমিক ০৬৪ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে টাইগার যুবারা। তাই পাকিস্তানের সঙ্গে জয়ের পাশাপাশি নেট রানরেটের দিকেও নজর দিতে হবে বাংলাদেশের। সেক্ষেত্রে বাংলাদেশ আগে ব্যাটিং করে ২৫০ রান বা এর কম রান করলে জয়ের ব্যবধান অবশ্যই কমপক্ষে ৫০ রান হতে হবে। বাংলাদেশ ব্যাট করে ২৫০ রান করলে লাল-সবুজের জার্সিধারীদের অবশ্যই ২০০ রানের মধ্যে অলআউট করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের রানরেট ০ দশমিক ০০১ বেশি থাকবে।

তবে ২৫০-এর বেশি যেকোনো ব্যবধানে বাংলাদেশকে কমপক্ষে ৫১ রানে জয় পেতে হবে। অর্থাৎ বাংলাদেশ ২৭০ রান করলে ২১৯ রানের মধ্যে পাকিস্তানকে অলআউট করতে হবে। আর ৩০০ রান করলে ২৪৯ রানের মধ্যে পাকিস্তানকে আটকে দিতে হবে।

অন্যদিকে, পাকিস্তান যদি আগে ব্যাটিং করে তাহলে বাংলাদেশকে ম্যাচ জিততে হবে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে। ৩০০ রান টার্গেট থাকলে ৩৯.৩ ওভার পর্যন্ত খেলার সুযোগ পাবে টাইগাররা। ২৫০ রান করলে ৩৯ ওভার এবং ২০০ রানের ক্ষেত্রে ৩৮.৪ ওভার সময় পাবে বাংলাদেশ।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার