ক্যাটাগরি: আন্তর্জাতিক

ইউক্রেনকে ৫০ বিলিয়ন ইউরো সহায়তা দিবে ইইউ

ইউক্রেনকে ৫০ বিলিয়ন ইউরোর সহায়তা দিতে রাজি হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব নেতারা। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এতে সব দেশের নেতারা সম্মতি দিয়েছেন। এর আগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের অসম্মতিতে সহায়তা অনুদান আটেক যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেছেন, এই সহায়তা ইউক্রেনের অর্থনৈতিক এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে।

ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী মার্চে সহায়তার প্রথম অংশটি তাদের হাতে পৌঁছাবে।

গত ডিসেম্বরে ইউরোপিয়ান সম্মেলনে এই সহায়তার প্রস্তাবটি প্রথম উত্থাপিত হয়। কিন্তু সেবার এতে ভেটো দেয় হাঙ্গেরি। এই ৫০ বিলিয়ন ইউরো পেনসন, সরকারি চাকরিজীবীদের বেতন এবং অন্যান্য খাতে আগামী চার বছর ব্যবহার করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের ৫০ বিলিয়ন ইউরো সহায়তার খবর এমন সময় আসল— যখন ইউক্রেনে সামরিক সহায়তা আটকে রেখেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন শুরু হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়। যা অনেকের জন্য অবাক করার মতো ছিল। কারণ তারা ধারণা করেছিলেন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী এতে সম্মত হতে আরও সময় নেবেন।

কূটনৈতিক একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, নতুন এ সহায়তা প্যাকেজ নিয়ে প্রতি বছর আলোচনা করা হবে এবং দুই বছর পর ‘যদি প্রয়োজন হয়’ এটি পর্যালোচনা করা হবে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী চেয়েছিলেন, প্রতি বছর যেন এই সহায়তা পর্যবেক্ষণের সুযোগ রাখা হয়। কিন্তু অন্যান্য দেশ এতে রাজি হয়নি। কারণ তাদের আশঙ্কা ছিল— এই সুযোগ রাখলে প্রতি বছর এতে ভেটো দেওয়ার চেষ্টা করবেন অরবান।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার