ক্যাটাগরি: পুঁজিবাজার

লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে (এসএমই প্লাটফর্ম) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ৩ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ পয়েন্টে।

এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৮টি কোম্পানির মধ্যে ৬টির দর বেড়েছে। দর কমেছে ৯টির এবং বাকী ৩টির দর আজ অপরিবর্তিত রয়েছে।

আজ এসএমইতে ৬৪ লাখ ৮৮ হাজার ১৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার টাকা।

আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ২০ লাখ ৩৫ হাজার ২১৩টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকা।

বৃহস্পতিবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মামুন এগ্রো প্রডাক্টস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৯ টাকা ৯০ পয়সায়।

অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে বেঙ্গল বিস্কুট লিমিটেডের। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৪৬ শতাংশ কমেছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার