ক্যাটাগরি: আন্তর্জাতিক

গাড়ি বিক্রিতে টানা চতুর্থবার শীর্ষস্থানে টয়োটা

২০২৩ সালে গাড়ি বিক্রিতে নতুন রেকর্ড করেছে টয়োটা মোটর করপোরেশন। সম্প্রতি এক বিবৃতিতে এ অটোমেকার জানিয়েছে, গত বছর ১ কোটি ১২ লাখ গাড়ি বিক্রি করেছে তারা। এ নিয়ে টানা চতুর্থবার শীর্ষস্থানে নাম লিখিয়েছে বিশ্বের বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

রেকর্ড এ বিক্রিতে অন্তর্ভুক্ত রয়েছে টয়োটার সহায়ক প্রতিষ্ঠান দাইহাৎসু মোটর করপোরেশন ও হিনো মোটর লিমিটেডের উৎপাদন। সব মিলিয়ে বিশ্বব্যাপী জাপানি এ অটো জায়ান্টের বিক্রি বেড়েছে ৭ দশমিক ২ শতাংশ।

অন্যদিকে ২০২২ সালের তুলনায় ১২ শতাংশ বেশি গাড়ি বিক্রি করে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মান প্রতিষ্ঠান ফক্সওয়াগন। ২০২৩ সালে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রির পরিমাণ প্রায় ৯২ লাখ। কভিড-১৯ মহামারীর পর এটাই তাদের রেকর্ড সর্বোচ্চ গাড়ি বিক্রি।

২০২৩ সালে টয়োটার লেক্সাস মডেলের গাড়ি বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। বিক্রি হওয়া গাড়ির এক-তৃতীয়াংশ গ্যাসোলিন-ইলেকট্রিক হাইব্রিড পদ্ধতির, বাকি একাংশ বিদ্যুচ্চালিত।

সপ্তাহখানেক আগে এ জাপানি কার জায়ান্ট কিছু গাড়ির শিপমেন্ট বাতিল করে। কারণ হিসেবে ডিজেল ইঞ্জিনে সমস্যার কথা বলা হয়। সম্প্রতি নিরাপত্তা বিষয়ে জালিয়াতির আশ্রয় নেয়ার জন্য তদন্তের মুখে পড়েছে দাইহাৎসু, যার প্রভাবে উৎপাদন কমাতেও বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার