ক্যাটাগরি: পুঁজিবাজার

দেড় ঘণ্টায় লেনদেন ৪৫৪ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৪৫৪ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৮০ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৫ ও ২১১১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪৫৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৯টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ কোম্পানির শেয়ারদর।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার