ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

ওয়ালটন যুব হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বান্দরবান

ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, আর রানার আপ হয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।

বুধবার রাজধানীর পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ৩৭-২২ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।

ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বান্দরবানের অংটাইমং মার্মা ফাইনালে সর্বোচ্চ ১৪টি গোল করেন এবং প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. আমিনুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওয়ালটন জানিয়েছে, পাঁচ দিনব্যাপী জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতার এবারের আসরে মোট ৬টি জেলার যুবদল অংশ নেয়।

ওয়ালটন অনূর্ধ্ব-১৭ যুব হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বান্দরবান জেলা দলগুলোর মধ্যে ছিল- ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, চাপাঁইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা।

ছয়টি দলকে নিয়ে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল ঢাকা ও বান্দরবান ফাইনাল খেলে।

এই প্রতিযোগিতার সহযোগিতায় ছিল ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল।

শেয়ার করুন:-
শেয়ার