বাংলা কিউআর সম্প্রসারণের জন্য আহসান উল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এইউএসটি) ক্যাম্পাস প্রাঙ্গণে ব্যাংকিং বুথ চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি।
এইউএসটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বুথের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফত উল্লাহ খান ও পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউএসটির উপদেষ্টা (ছাত্রকল্যাণ) প্রফেসর ডা. মো. মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের এ.কে.এম. আব্দুর রকিব (উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান), মো. রবিউল আলম (ডিজিএম ও এডিসি ডিভিশন প্রধান), নাজিম আহমেদ (এজিএম, এডিসি ডিভিশন), গোলাম মো. জুনাইদ (এজিএম ও শাখা ব্যবস্থাপক, তেজগাঁও শাখা) এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হাবিবুর রহমান।
মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর এবং অন্যান্য ডিজিটাল ব্যাংকিং পরিষেবা, ই-কেওয়াইসির মাধ্যমে স্ব-নিবন্ধন পরিষেবা ইত্যাদি সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যাংকিং বুথটি প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকদের মধ্যে প্রচারণা চালাবে।