ক্যাটাগরি: আন্তর্জাতিক

করমুক্ত দুবাই আকর্ষণ বাড়াচ্ছে বিদেশিদের

চলতি বছর বিদেশীদের করমুক্ত সুযোগ-সুবিধা দেয়ার দিক থেকে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম হল ইউএই। বিশেষ করে দুবাই বৈশ্বিক ফাইন্যান্সিয়াল হাব হিসেবে এখন বিদেশীদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে। তাতে বছরগুলোয় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জনবহুল শহর দুবাই বিদেশীদের কাছে করস্বর্গ হয়ে উঠেছে। খবর খালিজ টাইমস।

উড়োজাহাজে ভ্রমণ, বাড়ি ভাড়া ও পরিষেবা বিলসহ বিভিন্ন খাত বিবেচনায় এ তালিকা প্রকাশ করেছে উইলিয়াম রাসেল। সেখানে বলা হয়, ইউএইতে গড় মাসিক নেট বেতন ১৩ হাজার ১৫ দিরহাম ও গড় খরচ ৩ হাজার ৫৯০ দিরহাম। উভয় ক্ষেত্রে জিরো ট্যাক্স সুবিধা দেয় এমন সব দেশকে ছাড়িয়ে গেছে ইউএই।

১২ দেশ বিষয়ে উইলিয়াম রাসেলের তালিকায় বিদেশীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী কর-মুক্ত দেশের প্রথম স্থানে রয়েছে ওমান। রিলোকেশন স্কোরে ১০-এর মধ্যে পেয়েছে ৭ দশমিক ৯২। জায়গাটি মাসিক জীবনযাত্রা ব্যয়ের দিক থেকে সর্বনিম্ন ও পরিষেবা বিলের দিক থেকে তৃতীয় সস্তা দেশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কুয়েত ও বাহরাইন।

ইউএইয়ের পর এ তালিকায় রয়েছে ব্রুনাই দারুসসালাম, মালদ্বীপ, কাতার, বাহামা, মোনাকো, কেইম্যান দ্বীপপুঞ্জ, বারমুদা ও ভানুয়াতু। এ তালিকার অধিকাংশ দেশ সাম্প্রতিক বছরগুলোয় বিশ্বব্যাপী অফশোর কোম্পানির আড়ালে অর্থপাচারের গন্তব্যস্থল হিসেবে বারবার আলোচনায় এসেছে।

উইলিয়াম রাসেলের এ প্রতিবেদনে ফ্লাইট খরচ, ভাড়া ও পরিষেবা খরচসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়েছে। এতে চতুর্থ স্থান নিশ্চিত করতে এক কোটি জনসংখ্যার দেশ সংযুক্ত আরব আমিরাত ১০-এর মধ্যে স্কোর করেছে ৫ দশমিক ৮৪। লন্ডন-আবুধাবি একমুখী ইকোনমি টিকিটের জন্য প্রবাসীদের এখানে প্রায় ১৫৪ ডলার খরচ করতে হয়। আর নিউইয়র্ক রুটে খরচ হয় ৫৩০ ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতে অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে প্রতি মাসে প্রায় ১ হাজার ১৬ ডলার খরচ হয়। প্রবাসীরা প্রতি মাসে গড়ে পরিষেবা বিল হিসেবে দেন ১৬৯ ডলার ও তাদের মাসিক খরচ প্রায় ৯৫৯ ডলার। অন্যদিকে অ্যাপার্টমেন্ট কেনা বা ভাড়ার জন্য সবচেয়ে সস্তা দেশ ওমান।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার