ক্যাটাগরি: পুঁজিবাজার

ডিএসইর চিঠির জবাব দেয়নি খুলনা প্রিন্টিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির বিষয়ে জানতে চেয়ে ২৯ জানুয়ারি কোম্পানিটির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে দর বাড়ছিল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। এ বিষয়ে জানতে কোম্পানিটির কাছে চিঠি দেয় ডিএসই। তবে এখনো চিঠির জবাব দেয়নি কোম্পানিটির কর্তৃপক্ষ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৬ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিলো ২৪ টাকা ৬০ পয়সায়। আর আজ বুধবার বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ৪৫ টাকা ৫০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ১২ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২০ টাকা ৯০ পয়সা।

কোম্পানিটি বিগত পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে লোকসানে রয়েছে। সর্বশেষ ২০২২ সালে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ৩ টাকা ১০ পয়সা লোকসান হয়েছে। ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের মূল্য ছিল ঋণাত্মক (নেগেটিভ) ১ টাকা ৮৬ পয়সা।

লোকসানের কারণে ২০২১ সাল থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। এর আগে ২০২০ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ০ দশমিক ২৫ শতাংশ নামমাত্র নগদ লভ্যাংশ দিয়েছিলো।

শেয়ার করুন:-
শেয়ার