ক্যাটাগরি: পুঁজিবাজার

লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৩ দশমিক ১২ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ১৫৩ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন ডিএসইর শরীয়াহ্ সূচক ডিএসইএস ২ দশমিক ৪৩ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৭ দশমিক ১৬ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৯৭৯ কোটি ৭১ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৩৯ কোটি ৮৬ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১৪৫ কোম্পানির। বাকি ২০৭ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

শেয়ার করুন:-
শেয়ার