সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আড়াই শতাধিক কোম্পানির দরবৃদ্ধি হয়েছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে।
সূত্র মতে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৫২ দশমিক ৯৮ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ১৫০ পয়েন্টে দাড়িয়েছে।
এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচক ১২ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১১ পয়েন্টে দাড়িয়েছে।
ডিএসইতে আজ মোট ৯৩৯ কোটি ৮৬ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬২ কোটি ৪৫ লাখ টাকা।
এদিন দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ২৫৫টি কোম্পানির। বাকি ৯২টি কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।
এসএম