ক্যাটাগরি: আন্তর্জাতিক

ইলন মাস্ককে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনী হলেন যিনি

বৈদ্যুতিক গাড়ি কোম্পানির টেসলার কর্ণধার ইলন মাস্ককে ছাড়িয়ে বিশ্বের সেরা ধনী এখন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। গতকাল রোববার বিকেলে তিনি ইলন মাস্ককে ছাড়িয়ে যান। আজ সোমবার এই প্রতিবেদন লেখার সময় বার্নার্ড আর্নল্টের সম্পদমূল্য ২০৭ দশমিক ২ বিলিয়ন বা ২০ হাজার ৭২০ কোটি ডলার।

দ্বিতীয় স্থানে থাকা ইলন মাস্কের সম্পদমূল্য ২০৪ দশমিক ৭ বিলিয়ন বা ২০ হাজার ৪২০ কোটি ডলার। তৃতীয় অবস্থানে ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস; তাঁর সম্পদমূল্য ছিল ১৮১ দশমিক ৩ বিলিয়ন বা ১৮ হাজার ১৩০ কোটি ডলার। ফোর্বসের সূত্রে হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

গত শুক্রবার আর্নল্ট পরিবারের মোট সম্পদমূল্য বাড়ে ২৩ দশমিক ৬ বিলিয়ন বা ২ হাজার ৩৬০ কোটি ডলার। একই দিনে দ্বিতীয় শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদমূল্য কমেছে ১৮ বিলিয়ন বা ১ হাজার ৮০০ কোটি ডলার।

তালিকায় শীর্ষ দশে থাকা নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। ১১তম স্থানে আছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি, অর্থাৎ এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি ডলার।

এদিকে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অবশ্য ভিন্ন কথা বলছে। এই তালিকায় এখনো বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক; তাঁর সম্পদমূল্য ১৯৯ বিলিয়ন বা ১৯ হাজার ৯০০ কোটি ডলার।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার