সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।
সূত্র মতে, রবিবার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ১৮ দশমিক ১৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৬ হাজার ৯৭ পয়েন্টে।
এছাড়া, এদিন ডিএসইএস সূচক ৪ দশমিক ৬১ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ১২ দশমিক ৩১ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে আজ মোট ৬৬২ কোটি ৪৫ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮০ কোটি ৬১ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৮৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১৭০ কোম্পানির। বাকি ১৭৬ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।