বিদায়ী সপ্তাহে (২১-২৫ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৭৪টির শেয়ারদর বেড়েছে। তাতে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ‘বি’ ক্যাটাগরির লোকসানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে খান ব্রাদার্সের ৫৯ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৯ দশমিক ৬২ শতাংশ।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা ইনটেক লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩৪ দশমিক ২৫ শতাংশ। আর ২৭ দশমিক ৩০ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের ২৩ দশমিক ৭০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ২২ দশমিক ০৩ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২১ দশমিক ৩০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১৯ দশমিক ৫৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১৬ দশমিক ৯১ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ১৩ দশমিক ৭৩ শতাংশ এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৩ দশমিক ৫৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
এদিকে উৎপাদনে না থাকা খান ব্রাদার্সের গত এক মাসে ১০০ শতাংশের বেশি শেয়ারদর বেড়েছে। গত মাসের ২৪ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিলো ১০৪ টাকা ৬০ পয়সা। সপ্তাহ শেষে কোম্পানির শেয়ারদর বেড়ে দাড়িয়েছে ২১৮ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১১৩ টাকা ৭০ পয়সা। আর ২০২৩ সালের ২৫ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিলো মাত্র ১১ টাকা ৪০ পয়সা। সেই হিসাবে এক বছরে কোম্পানিটির শেয়ারদর ২৪ গুণের বেশি বেড়েছে।
অর্থসংবাদ/এমআই