ক্যাটাগরি: জাতীয়

সিগারেটের প্যাকেট থেকে সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের প্যাকেট থেকে এক কোটি ২৮ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ও শুল্ক গোয়েন্দারা স্বর্ণগুলো উদ্ধার করেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা ফ্লাইট নম্বর- জি৯৫২৬ আজ সকাল ০৯টা ১৯ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটের দুই নম্বর আন্তর্জাতিক আগমনি ব্যাগেজ কনভেয়ারের ওপরে পরিত্যক্ত অবস্থায় এক প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। সেই সিগারেটের প্যাকেটে বিশেষ কায়দায় সিলভার কালারের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৪ পিস স্বর্ণবার পাওয়া যায়। পরে প্রয়োজনীয় পরীক্ষার পর এগুলো ২৪ ক্যারেট স্বর্ণবার বলে নিশ্চিত হওয়া গেছে।

আরও বলা হয়, স্বর্ণবারগুলোর মোট ওজন এক হাজার ৬০০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৮ লাখ ১৬ হাজার টাকা।

এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন:-
শেয়ার