ক্যাটাগরি: আন্তর্জাতিক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তুরস্কে ফের বাড়লো নীতি সুদহার

আরও এক দফা নীতি সুদহার বাড়িয়েছে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে দেশটি গত জুন থেকে সুদের হার বাড়িয়ে চলেছে। তবে সর্বশেষ দফার সুদহার বৃদ্ধি চলতি আবর্তনে চূড়ান্ত বৃদ্ধি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সুদের হার এখন চার গুণ বেড়েছে, যার লক্ষ্য হলো তুরস্কের রেকর্ড পরিমাণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্ত জানিয়েছে, এর ফলে নীতি সুদহার ৪২ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৪৫ শতাংশ হবে বলে বার্তা সংস্থা এএফপির সংবাদে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, তারা মনে করছে যে তুরস্কের জীবনযাত্রার ব্যয় মারাত্মকভাবে বেড়ে যাওয়ার বিরুদ্ধে লড়াই করতে এই বৃদ্ধি যথেষ্ট হবে।

এক বিবৃতিতে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য মুদ্রানীতি কঠোর করার কাজ শেষ হয়েছে এবং যত দিন প্রয়োজন হবে, তত দিন এই হার বজায় রাখা হবে।’ গত জুনে তুরস্কে সুদের হার ছিল ৮ দশমিক ৫ শতাংশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত ২১ বছর ধরে ক্ষমতায় আছেন। তাঁর শাসনামলে সুদের হার এর আগে কখনো এতটা বাড়ানো হয়নি।

চলতি সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হাফিজে গায়ে এরকান প্রচণ্ড সমালোচনার মধ্যে ছিলেন। এরই মধ্যে চূড়ান্ত দফার এই সুদহার বৃদ্ধির ঘোষণা এসেছে। ৪৪ বছর বয়স্ক এরকান নিউইয়র্কের আর্থিক বাজারের সাবেক একজন নির্বাহী। তিনি তুরস্কের সবচেয়ে শীর্ষস্থানীয় নারী কর্মকর্তা।

তবে সামাজিক মাধ্যম ও কিছু বিরোধী প্রকাশনায় খবর বেরিয়েছে যে ব্যাংকে তাঁর পিতা অননুমোদিতভাবে কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, যে সুযোগ তিনিই করে দিয়েছেন। এ ছাড়া এমন খবরও বেরিয়েছে যে তিনি এরদোয়ানকে ক্ষুব্ধ করেছেন। বাড়িভাড়া বেড়ে যাওয়ার কারণে ইস্তাম্বুলে তিনি বাবা-মায়ের বাড়িতে বাস করতে বাধ্য হচ্ছেন, একটি সংবাদপত্রকে এমন বক্তব্য দেওয়ার কারণে তুর্কি প্রেসিডেন্ট তাঁর ওপর ক্ষুব্ধ হন বলে ওই খবরে বলা হয়।

তবে তুরস্কের প্রথম নারী গভর্নরের ওপর এই আক্রমণ বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তোলে। প্রেসিডেন্ট এরদোয়ান তাঁর কর্মকর্তাদের ওপর দীর্ঘ মেয়াদে কতটা অঙ্গীকারবদ্ধ, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার কারণেই এই উদ্বেগ বলে খবরে বলা হয়।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার