সরকারি কোষাগারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় করদাতা হিসেবে ব্র্যাক ব্যাংককে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট। বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে এনবিআরের নিজেদের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ ব্র্যাক ব্যাংকের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আব্দুল ওহাব মিয়ার কাছে সম্মাননা-সনদ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. ইকবাল হোসেন এবং বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার ইকবাল বাহারসহ ব্যাংকিং ও কর্পোরেট খাতের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসাবে কর-পরিপালন ব্র্যাক ব্যাংকের ভ্যালু সিস্টেমের একটি নিরবচ্ছিন্ন অংশ। বৃহৎ করদাতা ইউনিটের গর্বিত সদস্য হিসেবে সরকারি কোষাগারে অবদান রাখার মাধ্যমে ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অর্থসংবাদ/এমআই