পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ। আগামীদিনে পুঁজিবাজার আরও ভাল হবার কথা জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পুঁজিবাজারে ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে এসোসিয়েশনের প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। ডিবিএর সেক্রেটারি মো. দিদারুল গনীর পাঠানো বার্তা থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, আজ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে একদল প্রতিনিধি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। এ সময় ডিবিএর প্রতিনিধিদল এসোসিয়েশনের পক্ষ থেকে নতুন অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বৈঠকে ডিবিএর প্রেসিডেন্ট পুঁজিবাজারের পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন এবং বাজারের উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন। অর্থমন্ত্রী ডিবিএ নেতৃবৃন্দের কথা গভীর মনোযোগ সহকারে শোনেন এবং বাজারের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
বৈঠকে ডিবিএর প্রতিনিধিদলের মধ্যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার খাঁন উপস্থিত ছিলেন। এ সময় পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় হয়।
অর্থসংবাদ/এমআই