বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের বাজার মূলধন প্রথমবারের মতো তিন লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। ফলে এখন সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় তাদের স্থান বিশ্বে দ্বিতীয়। প্রথম অবস্থানে আছে আরেক মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল।
রয়টার্স জানিয়েছে, বছরের শুরু থেকেই মাইক্রোসফট ও অ্যাপলের মধ্যে প্রতিযোগিতা চলছে—কে কাকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হবে। চলতি মাসের শুরুতে অ্যাপলকে ছাড়িয়ে কিছুক্ষণের জন্য বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির খেতাব অর্জন করেছিল মাইক্রোসফট।
গতকাল বুধবার মাইক্রোসফটের শেয়ারের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে রেকর্ড ৪০৫ দশমিক ৬৩ ডলারে উঠে যায়। এর মধ্য দিয়ে কোম্পানিটির বাজার মূলধন তিন লাখ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে। তবে দিনের শেষ ভাগে দাম আবার কিছুটা কমে ৪০২ দশমিক ৫৬ ডলারে নেমে আসে। ফলে তখন কোম্পানিটির বাজার মূলধন তিন লাখ কোটি ডলারের নিচে নেমে যায়। তখন কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় ২ লাখ ৯৯ হাজার কোটি ডলার।
কোম্পানিটির শেয়ারের দাম ৪০৩ দশমিক ৬৫ ডলার হলেই তাদের বাজার মূলধন ৩ লাখ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করে। এদিকে গতকাল অ্যাপলের শেয়ারের দাম শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে ১৯৪ দশমিক শূন্য ৫ ডলারে নেমে আসে। তারপরও তাদের বাজার মূলধন তিন লাখ কোটি ডলারের ওপরেই রয়েছে।
এআই-ভিত্তিক আশাবাদের কারণে ২০২৩ সালে মাইক্রোসফটের শেয়ারের দাম ৫৭ শতাংশ বেড়েছে এবং চলতি বছর ইতিমধ্যে বেড়েছে আরও ৭ শতাংশ। গত বছর নানা ধরনের বাধাবিপত্তি সত্ত্বেও অ্যাপলের শেয়ারের দাম বেড়েছে ৪৮ শতাংশ এবং চলতি বছর এখন পর্যন্ত বেড়েছে ১ শতাংশ।
রয়টার্স কথা বলেছে এমন ৫৪ জন বাজার বিশ্লেষকের ধারণা, চলতি বছর মাইক্রোসফটের শেয়ারের গড় দাম হতে পারে ৪২৫ ডলার। আগের মাসে তাঁদের পূর্বাভাস ছিল ৪১৫ ডলার। সেই সঙ্গে মাইক্রোসফটের শেয়ার কিনতে বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন তাঁরা।
২০২২ সালের জানুয়ারিতে বৈশ্বিক পুঁজিবাজারে প্রথম কোম্পানি হিসেবে অ্যাপলের বাজার মূলধন তিন লাখ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে। এরপর গতকাল মাইক্রোসফট সেই মাইলফলক অর্জন করে।
অর্থসংবাদ/এমআই