ক্যাটাগরি: খেলাধুলা

চট্টগ্রামকে ১৩৭ রানের লক্ষ্য দিলো ঢাকা

একদিন বিরতির পর ফের মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জজার্সের বিপক্ষে মাঠে নেমেছে দুর্দান্ত ঢাকা। নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নেমে টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম।

প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেয়া ঢাকা আজ ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেনি। লাসিথ ক্রসপুলের ৪৬ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৩৬ রান।

সোমবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুতেই দুঃসংবাদ পায় ঢাকা। মাত্র ১ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়ে ফেরত যান ওপেনার দানুস্কা গুনাথিলাকে। এরপর চার টপঅর্ডার ব্যাটারের কেউই রান পাননি।

দলকে সম্মানজনক স্কোর এনে দেওয়ার মূল কাজটি করেন ইরফান শুক্কুর ও লাসিথ ক্রুসপুল্লে। ৫২ বলে ৭৮ রানের জুটি করেন দুই ব্যাটার।

শেষ দিকে উসমান কাদিরের সঙ্গে ১৩ বলে ১৯ রানের জুটি করেন তাসকিন আহমেদ। অবশেষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে দুর্দান্ত ঢাকা।

শেয়ার করুন:-
শেয়ার