ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর প্রথম কার্যদিবস রবিবার শেয়ারবাজারে বড় দরপতন হয়েছিলো। তবে তার পরের দিনেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দুই শতাধিক কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে মতে, সোমবার (২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৪ দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২৫৪ পয়েন্টে দাড়িয়েছে।
এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএস৩০ সূচক ১০ দশমিক ৪৫ পয়েন্ট বেড়েছে। আর ডিএসইএস সূচক বেড়েছে ৬ দশমিক ৫৮ পয়েন্ট।
ডিএসইতে আজ মোট ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮৮ কোটি ৮৭ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ২০৭ কোম্পানির। বাকি ১৪৫ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।