বিশ্বব্যাপী কর্মদক্ষতার নিরীক্ষণে উচ্চ ও আধুনিকমানের চিকিৎসা সেবা প্রদানে সেরা হাসপাতালগুলির মধ্যে স্থান করে নিয়েছে অ্যাপোলো হাসপাতাল।
অ্যাপোলো হাসপাতালের কর্মকর্তা অভিজিৎ মজুমদার জানান,সেবা চিকিৎসার মানে অ্যাপোলো হাসপাতাল বিশ্বের অন্যতম হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ সাফল্য শুধু হাসপাতালের নয়, রোগীদেরও। গ্রাহকদের সেবা প্রদানে আমরা সব সময় সচেষ্ট ও আন্তরিক।
১৯৮৩ সালে ভারতের আধুনিক চিকিৎসালয়ের নির্মাতা ডা. প্রতাপ সি রেড্ডির হাত ধরে চেন্নাইয়ে প্রথম কর্পোরেট অ্যাপোলো গ্লিনিগ্ল্যাস হাসপাতালের যাত্রা শুরু হয়। বর্তমানে অ্যাপোলো কর্তৃপক্ষ ভারতে ৮ হাজার ৫০০ শয্যার ৫২টি হাসপাতাল, একহাজার ফার্মেসি, ১০০টি ডায়াগনস্টিক ক্লিনিক এবং ১০টি নার্সিং ও হসপিটাল ম্যানেজমেন্ট কলেজ পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানই অ্যাপোলোকে ভারতে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে শীর্ষে নিয়ে এসেছে। এরমধ্যে পশ্চিমবঙ্গে কলকাতা অ্যাপোলো হসপিটাল গত ছয় বছরে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে শীর্ষস্থান দখল করে আছে।