ক্যাটাগরি: পুঁজিবাজার

শেয়ারবাজারে ফ্লোর প্রাইসের প্রভাব

ফ্লোর প্রাইস তুলে নেয়ার পর প্রথম লেনদেনের দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় এদিন লেনদেন কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২১ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৬ দশমিক ৫০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৪০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ১২ পয়েন্ট কমে ১৩৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৪৭ পয়েন্ট হারিয়ে ২১৩৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৮৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৩৭ কোটি ১১ লাখ টাকা।

রবিবার ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৪টি কোম্পানির, বিপরীতে ২৯৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার