ক্যাটাগরি: পুঁজিবাজার

পদ্মা অয়েলের নগদ লভ্যাংশ অনুমোদন

সমাপ্ত ২০২৩ হিসাববছরের জন্য ঘোষিত ১৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ৫৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ২০২২-২০২৩ অর্থবছরের কোম্পানির পরিচালকমণ্ডলীর বিবরণী, নিরীক্ষিত আর্থিক হিসাব ও প্রতিবেদনগুলো অনুমোদন করা হয়।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সচিব এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মোঃ নূরুল আলম সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক বাসুদেব গাঙ্গুলী, কাজী মোঃ আনোয়ারুল হাকিম, কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, মোঃ জাকির হোসেন, মোঃ তারিকুল ইসলাম জনাব সুজাদুর রহমান এবং কুতুবউদ্দিন আকতার রশিদ।

এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান, কাঞ্চন চন্দ্র সোম ও কোম্পানি সচিব আলী আবছার এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। এ সময় কোম্পানির বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার