ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচক-লেনদেন কমেছে এসএমই মার্কেটে

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই প্লাটফর্ম) মার্কেটে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমানও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৭৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ৩৫১ পয়েন্টে।

এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৮টি কোম্পানির মধ্যে ৬টির দর বেড়েছে। দর কমেছে ১১টির এবং বাকী ১টির দর আজ অপরিবর্তিত রয়েছে।

আজ এসএমইতে ৪৩ লাখ ৭৭ হাজার ৭৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ০৩ লাখ ৩৫ হাজার টাকা।

আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এমকে ফুটওয়্যার পিলসি। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ৩ লাখ ৬৪ হাজার ৮২২টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ২ কোটি ০৬ লাখ ৮৫ হাজার টাকা।

বৃহস্পতিবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউসুফ ফ্লাওয়ার। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১২৭ টাকা বা ৮ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।

অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেডের। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৩ দশমিক ৩১ শতাংশ কমেছে।

শেয়ার করুন:-
শেয়ার