ক্যাটাগরি: শিল্প-বাণিজ্য

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সহযোগিতা চায় এফবিসিসিআই

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগকে আরও ত্বরান্বিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

এসময় এফবিসিসিআই’র সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, শমী কায়সার, মো. মুনির হোসেন ও এফবিসিসিআই’র পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এফবিসিসিআই’র সাবেক সভাপতি সালমান এফ রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এফবিসিসিআই নেতৃবৃন্দ।

বিগত বছরগুলোর মত আগামীতেও বেসরকারি খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন,বিগত বছরগুলোতে সরকারের অব্যাহত সহযোগিতার কারণে বেসরকারি খাত অনেক দূর এগিয়েছে। ভবিষ্যতেও সরকারের সহযোগিতা নিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলায় কাজ করতে চায় এফবিসিসিআই।

এ সময় শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ, মূল্যস্ফীতি ও ব্যবসার পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ, কর কাঠামোর আধুনিকায়ন, ব্যাংক ঋণের সুদহার সহনীয় পর্যায়ে রাখা, রপ্তানি বাণিজ্যের ক্রয়াদেশ সহজীকরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এফবিসিসিআই সভাপতি।

দেশে ব্যবসাবান্ধব পরিবেশ উন্নত করতে বেসরকারি খাতের সাথে সরকার আরও নিবিড়ভাবে কাজ করবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন করে দায়িত্ব গ্রহণের পর অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে সরকার এরই মধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনায় বেসরকারি খাতকে গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

রপ্তানি সম্প্রসারণে প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় বাজারগুলো নিয়ে এফবিসিসিআইকে কাজ করার পরামর্শ দেন তিনি। এ সময় করের আওতা সম্প্রসারণের মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি।

এফবিসিসিআইকে সবসময় নিজের পরিবার হিসেবে গণ্য করেন উল্লেখ করেন সালমান এফ রহমান। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শিল্প বৈচিত্র্যকরণ এবং নিজেদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বেসরকারি খাত অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার