ক্যাটাগরি: পুঁজিবাজার

ব্লকে ২৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৬৮টি কোম্পানির মোট ২৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড।

বৃহস্পতিবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিক হোটেলের ১ কোটি ৯ লাখ ৮২ হাজার, প্রগতি ইন্স্যুরেন্সের ৯১ লাখ ৫০ হাজার, জেমিনি সী ফুডের ৯০ লাখ ৬৮ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৯০ লাখ, ফাইন ফুডসের ৮৮ লাখ ৩৩ হাজার এবং বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেডের ৮২ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুন:-
শেয়ার