দ্রুতই ব্যান্ডউইডথ বন্ধ সংক্রান্ত সংকট কাটিয়ে উঠতে চায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সম্প্রতি আমরা টেকনোলজিসের ৮০ শতাংশ ব্যান্ডউইডথ বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ঋণ পরিশোধের বেশ কয়েকটি কিস্তি দিতে ব্যর্থ হওয়ায় আমরা নেটের ব্যান্ডউইডথ বন্ধ করে দেয় সংস্থাটি।
আমরা টেকনোলজিস জানিয়েছে, খুব দ্রুতই এ সমস্যা সমাধান করার চেষ্টা করবে কোম্পানিটি।
উল্লেখ, আমরা টেকনোলজিস কাছে ২২ কোটি টাকার বেশি পাওনা রয়েছে বিটিআরসির। আর ঋণ পরিশোধের বেশ কয়েকটি কিস্তি দিতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। বিটিআরসি তাদেরকে জানিয়েছে, অন্তত ১০ কোটি টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা কিস্তিতে দিতে হবে।
সংস্থাটির তরফ থেকে আরও জানানো হয়েছে, বারবার বকেয়া পরিশোধ করতে বলার পরেও, ব্যর্থ হওয়ায় আমরা টেকনোলজিসের ৮০ শতাংশ ব্যান্ডউইডথ বন্ধ করে সংস্থাটি। আমরা টেকনোলজিস যদি পাওনা দিতে ব্যর্থ হয়, তাহলে বিটিআরসি সেখানে প্রশাসক বসানোর কথাও চিন্তা করছে।