ক্যাটাগরি: পুঁজিবাজার

দুই ঘণ্টায় লেনদেন ৩০০ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ের মধ্যে ডিএসইর সব সূচকে ইতিবাচক প্রবনতা দেখা গেছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৩০০কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৬ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৯৪ ও ২১৪০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৪ কোম্পানির শেয়ারদর।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার